
কিভাবে একজন ভালো ছাত্র হওয়া যায়?
- সময় সঠিকভাবে ব্যবহার করা
- রুটিন ফলো করুন
- ক্লাসে সক্রিয় হওয়া
- প্রশ্ন করুন
- পাঠ্যপুস্তক পর্যবেক্ষণ করুন
- সহপাঠীদের সাথে আলোচনা করুন ও সুসম্পর্ক গড়ে তুলুন
- কাজের মধ্যে কনসেনট্রেট করুন
- লেখা এবং ভাষা জ্ঞান অর্জন
- ক্রিয়েটিভিটি উন্নয়ন করুন
- অধ্যয়ন করার জন্য স্থান নির্বাচন করুন
- নিজের স্বয়ংশিক্ষা
- অধ্যয়নের ক্ষেত্রে একটি উদ্দেশ্য সেট করুন
- সমস্যাগুলি সমাধান করার উপায় জেনে নিন
- নিজের পরীক্ষা নেওয়া
- সঠিক সময়ে পরীক্ষার জন্য প্রস্তুত হন
১. সময় সঠিকভাবে ব্যবহার করা:
সময় মূল্যবান সম্পদ। বলা হয়ে থাকে "সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করেনা"। যে সময়টি চলে গেল তা আর কোনদিন ফিরে পাওয়া সম্ভব নয়। সেই জন্য সময়ের সঠিক ব্যবহার শিখুন। নিজের জন্য নির্ধারণ করা সময়টি উপযুক্ত ভাবে ব্যবহার করুন। আপনার লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন সময়গুলো বিভিন্ন কাজে বিভক্ত করুন এবং সময় অনুযায়ী কাজ সম্পূর্ণ করুন।
২. রুটিন ফলো করুন:
রুটিন ফলো করা ভালো ছাত্র হওয়ার অন্যতম বৈশিষ্ট্য। পরিস্থিতিতে না থাকলেও আপনাকে অবশ্যই অধ্যয়ন এবং সমস্যা সমাধানের জন্য সঠিক রুটিন ফলো করতে হবে। রুটিন ফলো করে আপনি কখন, কোন কাজ করছেন বা করতে যাচ্ছেন সেটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখুন এবং সেই কাজটি আপনি সঠিক ভাবে করছেন কিনা তা লক্ষ্য করুন।
৩. ক্লাসে সক্রিয় হওয়া:
নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়া এবং নির্দিষ্ট সময়ে ক্লাসে আসা ভালো ছাত্রের গুণাবলির একটি। ক্লাসে শিক্ষক একটি বিষয়কে বোঝার জন্য নতুনভাবে উপস্থাপন করেন সেগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। কোনকিছু বুঝতে সমস্যা হলে সরাসরি ক্লাসের স্যারকে প্রশ্ন করুন। আপনি স্যারকে প্রশ্ন করুন, নতুন বিষয় শিখুন এবং নতুন বিষয়টি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করুন।
৪. প্রশ্ন করুন:
যখন কোন বিষয় বুঝতে সমস্যা হয়, সেই বিষয়টি নিয়ে টেনশান না করে নোট করে রাখুন। তখন সম্ভব হলে শিক্ষককে প্রশ্ন করুন। আর তখন সম্ভব না হলে শিক্ষকের রুমে দেখা করুন এবং নোট করে রাখা বিষয়টি সম্পর্কে শিক্ষককে প্রশ্ন করুন। দরকার হলে ঐ বিষয়ে যিনি দক্ষ সেই সকল শিক্ষকদের সাথে যোগাযোগ করুন এবং প্রশ্ন করুন এবং প্রশ্নগুলি সমাধান করতে সাহায্য নিন। যখন আপনি কোন বিষয়ে নির্দিষ্ট জ্ঞান না রাখেন তখন প্রশ্ন করুন। আপনি যদি না জানেন তবে কেন জিজ্ঞাসা করবেন না? আপনি নিজের সুবিধার্থে এবং অন্যদের সুবিধার্থে প্রশ্ন করতে পারেন।
৫. পাঠ্যপুস্তক পর্যবেক্ষণ করুন:
প্রতিদিনের ক্লাসে শিক্ষক যেগুলো বিষয় পড়াবেন বা বোঝাবেন সেগুলো নোট করে রাখুন। বিদ্যালয় ছুটির পর বাসায় গিয়ে নিজের পাঠ্যপুস্তক পর্যবেক্ষণ করুন। শিক্ষক যেগুলো বিষয় পড়িয়েছেন তা বই থেকে নিজে বোঝার চেষ্টা করুন। কোনো বিষয়ে সমস্যা হলে শিক্ষকের ক্লাসের নোটগুলো অনুসরণ করুন এবং নির্দিষ্ট সময়ে পাঠ্যপুস্তক পড়ার জন্য সময় নির্ধারণ করুন।
৬. সহপাঠীদের সাথে আলোচনা করুন ও সুসম্পর্ক গড়ে তুলুন:
আপনার সহপাঠীদের সাথে সকল বিষয়ে আলোচনা করুন। অন্য ছাত্রদের সাথে সম্পর্ক তৈরি করুন এবং একটি সুন্দর পরিবেশ তৈরি করুন যেখানে সহযোগিতার মাধ্যমে নতুন জ্ঞান অর্জন করা যায়। তাদের খোঁজ খবর নিন। তারা কোন জিনিস পছন্দ করে আর কোন জিনিস অপছন্দ করে সেটা বোঝার চেষ্টা করুন। তাদেরকে মূল্যায়ন করুন। আপনার ক্লাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করুন এবং সেই বিষয়টি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করুন, বিষয়টির সমস্যা এবং সমাধান উভয় বের করুন।
৭. কাজের মধ্যে কনসেনট্রেট করুন:
আপনি যখন নতুন কিছু শিখছেন বা শেখার চেষ্টা করছেন। তখন মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য বিষয়গুলি থেকে সম্পূর্ণ দূরে থাকুন। নতুন কিছু শিখতে থাকুন এবং নতুন জ্ঞান অর্জন করতে চেষ্টা করুন।
৮. লেখা এবং ভাষা জ্ঞান অর্জন:
একজন ভালো ছাত্র হওয়ার জন্য আপনাকে অবশ্যই সঠিকভাবে লেখা এবং বিভিন্ন ভাষা বা যে ভাষায় লিখছেন সেই ভাষার পরিপূর্ণ জ্ঞান থাকা দরকার। আপনাকে ক্লাস নোটগুলি সঠিক ভাবে নোট করা উচিত এবং ভাষার মাধ্যমে অভিবাবকদের সাথে যোগাযোগ করা উচিত।
৯. ক্রিয়েটিভিটি উন্নয়ন করুন:
বর্তমান সময় ক্রিয়েটিভিটির সময়। বইয়ের শিক্ষা সবাই অর্জন করছে। আপনি যা পড়ছেন আপনার সহপাঠী সেটাই পড়ছে। তাহলে আপনার এবং তার মাঝে পার্থক্য কোথায়? বর্তমানে লোকের অভাব নেই তবে যথার্থ লোকের অভাব রয়েছে। সকল ক্ষেত্রে ক্রিয়েটিভিটি সম্পূর্ণ লোকের চাহিদা অনেক বেশি। আর ক্রিয়েটিভিটি আপনাকে এখনই অর্জন করতে হবে। নতুন জ্ঞান প্রয়োগ করুন এবং নতুন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন।
১০. অধ্যয়ন করার জন্য স্থান নির্বাচন করুন:
অধ্যয়ন এবং পরীক্ষা একটি কঠিন কাজ, এটি আপনার জন্য আরও কঠিন হতে পারে যদি আপনি সঠিক স্থানে অধ্যয়ন না করেন। একটি শান্ত এবং শান্তিপূর্ণ স্থান নির্বাচন করতে চেষ্টা করুন যাতে আপনি সঠিকভাবে অধ্যয়ন করতে পারেন।
১১. নিজের স্বয়ংশিক্ষা:
লক্ষ্য করুন, কেউ আপনাকে কোন কিছু বুঝিয়ে দিচ্ছে সেটা আপনার মস্তিষ্কে কতদিন থাকে? আর আপনি নিজে নিজে একটি বিষয় শিখেছেন সেটি আপনার মস্তিষ্কে কতদিন থাকে?
অবশ্যই আপনি যেটা নিজে অর্জন করেছেন বা শিখেছেন সেটি আপনার মস্তিষ্কে স্থায়িত্ব বেশিদিন হয়। কারণ সেটি আপনি নিজে বুঝেছেন। সেই জন্য সবসময় নতুন জ্ঞান প্রয়োগ করতে প্রস্তুত থাকুন। ইন্টারনেট, বই এবং অন্যান্য জায়গা থেকে নতুন জ্ঞান অর্জন করুন। আপনি নিজের জ্ঞান সম্পর্কে সম্পূর্ণ হন। তা না হলে সম্ভবত আপনার ক্লাসমেট আপনার থেকে এগিয়ে থাকবে।
১২. অধ্যয়নের ক্ষেত্রে একটি উদ্দেশ্য সেট করুন:
আপনার জীবনে কোন লক্ষ্য না থাকলে কোনোকিছু অর্জন করা অসম্ভব। আপনাকে অধ্যয়নের ক্ষেত্রে একটি উদ্দেশ্য সেট করতে হবে যা অনুসরণ করে আপনি নিজেকে উন্নয়ন করতে পারবেন। মনে করুন, আপনি গণিতে পারদর্শী আপনি ইঞ্জিনিয়ার পেশাকে টার্গেট করে অধ্যয়ন করুন। অথবা, আপনি জীববিজ্ঞানে পারদর্শী আপনি ডাক্তারি পেশাকে উদ্দেশ্য সেট করতে পারেন।
১৩. সমস্যাগুলি সমাধান করার উপায় জেনে নিন:
আপনি যখন অধ্যয়নের একটি উদ্দেশ্যে সেট করবেন তখন দেখবেন আপনার সামনে কিছু সমস্যা দেখা দিচ্ছে। আপনি হয়তো কিছু জিনিস বুঝবেন না বা বুঝতে সমস্যা হচ্ছে। ঠিক তখন সমস্যাগুলি সমাধান করার জন্য আপনাকে নতুন উপায় শিখতে হবে। এটি আপনার সমস্যা সমাধানে আপনাকে সাহায্য করবে এবং আপনার উন্নয়নে সাহায্য করবে।
১৪. নিজের পরীক্ষা নেওয়া:
পরীক্ষার আগে পরীক্ষা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভালো ছাত্র হওয়ার জন্য অত্যন্ত জরুরি। পরীক্ষার আগে নিজেই একটি পরীক্ষার মতো প্রশ্নপত্র তৈরি করুন। ঘড়ি সামনে রেখে ঠিক পরীক্ষার সময়মতো পরীক্ষা দিন আর লক্ষ্য করুন কোন বিষয়টিতে আপনার সমস্যা হচ্ছে। হতে পারে সময় শেষ কিন্তু লেখা শেষ করতে পারেন নি। আবার এটাও হতে পারে আপনার হাত ব্যাথা হয়ে গেছে আর লেখতে পারছেন না। এইগুলো বিষয় হয়ে থাকলে সমাধান করুন। পরীক্ষার সময় বুদ্ধির পরীক্ষা দিন এবং প্রস্তুত থাকুন। সকল পরীক্ষায় যথাসময় উপস্থিত হন এবং সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করুন।
১৫. সঠিক সময়ে পরীক্ষার জন্য প্রস্তুত হন:
আপনি যদি ভালো ছাত্র হতে চান তবে অবশ্যই আপনাকে সঠিক সময়ে পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। সেক্ষেত্রে আপনার কিছু করণীয় আছে। সেগুলো হলো:
- পরীক্ষার আগেরদিন রাতে সবকিছু গুছিয়ে রাখুন। যেন পরেরদিন কোন কিছু খোঁজাখোজি করতে না হয়।
- দ্রুত ঘুমিয়ে যান। যেন পরীক্ষার সময় ঘুম ঘুম ভাব না আসে।
- পরীক্ষার আগেরদিন রাতে চাপ ছাড়া যতটুকু পারা যায় রিভিশন দিন।
শেষকথা:
প্রত্যেকটা ছাত্রের উচিত একজন ভালো ছাত্র হওয়া এবং একজন ছাত্রের দায়িত্ব যথাযথ পালন করে নিজের এবং দেশের উন্নয়ন করা। আমি আপনাদের মাঝে কিছু বিষয় শেয়ার করলাম। আমি আশা করি কোন ছাত্র যদি এই ১৫ টি বিষয় অনুসরণ করে তবে সে একজন ভালো ছাত্র হতে বাধ্য। সে যতই দুর্বল ছাত্র হোক না কেন ভালো ছাত্র হবেই হবে।